সামাজিক বন বিভাগ, দিনাজপুরের সাম্প্রতিক অর্জন
ক) বাগান সৃজন করা হয়েছেঃ এনরিচমেন্ট বাগান- ৪৫০.০০ হেক্টর, স্ট্যান্ড ইমপ্রুভমেন্ট বাগান- ৩০০.০০ হেক্টর, মিক্সড ফাস্ট গ্রোয়িং বাগান- ১৯০.০০ হেক্টর, স্ট্রিপ বাগান- ৩০০.০০ সিডলিং কি.মি., রক্ষিত এলাকায় ফডার বাগান- ৩০.০ হেক্টর, শাল কপিচ ব্যবস্থাপনা- ৩২০.০০ হেক্টর, বিরল বিপদাপন্ন প্রজাতির বাগান- ১০.০০ হেক্টর, এনটিএফপি- ১০.০০ হেক্টর, ঔষধি বাগান- ২০.০ হেক্টর।
খ) সীমানা প্রাচীর নির্মান করা হয়েছেঃ ৬৯৫ রানিং মিটার।
ক) পুকুর/জলাশয় পুনঃখনন করা হয়েছেঃ ৫০,৭৪০ ঘনমিটার।
ক) বন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় সারাদেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে মাননীয় সংসদ সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছেঃ চারা ১,৬৫,০০০ টি।
ক) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশব্যাপী চারা বিতরণ কর্মসূচীর আওতায় বিতরণ করা হয়েছেঃ চারা ৪,৬৭,৪৭৫ টি।
খ) বাগান সৃজন করা হয়েছেঃ উডলট বাগান- ৪০.০০ হেক্টর ও স্ট্রিপ বাগান- ৫৬.০০ সিডলিং কি.মি.।
ঘ) রাজস্ব আদায় হয়েছেঃ ১১ কোটি ৩০ লক্ষ ৪৯ হাজার ৭৫৮ টাকা।
ক) বিক্রিত বনজদ্রব্য হতে লব্ধ লভ্যাংশের ১৬ কোটি ৫৩ লক্ষ ৪১ হাজার ১৩৪ টাকা সংশ্লিষ্ট অংশীদারদের মাঝে বিতরণ করা হয়েছে।
খ) ২য় ও ৩য় আবর্তের বাগান সৃজন করা হয়েছেঃ ব্লক বাগান- ২১৬.৩৯ হেক্টর ও স্ট্রিপ বাগান- ৫০২.০০ সিডলিং কি.মি.।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS